আতাবুর রহমান সানি, শিবপুর, নরসিংদী।
নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী রাখিল পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি- ২০২১ কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা, আলোচনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রমুখ। পরে এস.এস.সি- ২০২১ কৃতি পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।