এম মনিরুজ্জামান, পাবনা।
চাল,ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, তরি-তরকারি ও গুড়ো দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাভিশ্বাস উঠেছে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের। সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনে বিরুদ্ধে রুখে দাঁড়াতে সারা দেশের ন্যায় শনিবার বিকেলে পাবনার সুজানগর পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা আবুল কালাম, জেলা সৈনিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, মৎস্য দল নেতা জাহাঙ্গীর বিশ্বাস, যুবনেতা কামাল হোসেন, ইউসুফ আলী, রুবেল, ছাত্রনেতা সোহেল বিশ্বাস, শেখ পাপ্পু প্রমুখ। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল।