নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে নুরুল ইসলাম (৫২) নামে এক সিকিউরিটি গার্ডকে খুন করেছে দূর্বৃত্তরা।
শনিবার সকাল ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার কামতারা ত্রি-মহনি এর বগুড়া-পিরব রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম পঞ্চদাস ভোলাপাড়া গ্রামের আসাদ সরদার এর ছেলে বলে জানা গেছে। তিনি নামুজা বন্দরে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্ত্রী আমিনা বেগম বলেন, গত কয়েক দিন পূর্বে নামুজা বন্দরে একটি দোকান চুরি হয়। এই দোকান চুরি কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ বেশ কয়েক জন আমার স্বামীকে ভয়-ভীতি প্রদান করে আসতো। এমনকি রফিকুল তার স্বামীকে ৪ তলায় নিয়ে গিয়ে ভয় দেখায়।