আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামের গোলাম বারীর ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার দুপুরে সদর উপজেলা খাজুরা জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবন(৪৫) খাজুরা পশ্চিমপাড়ার সালামত মন্ডলের ছেলে।
জানা গেছে, আবন কর্মরত কাজ শেষ করে মোটরসাইকলে যোগে বাড়ি ফিরছিল। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা পথিমধ্যে গতিরোধ করে প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। মৃত্যুর ঘঠনায় পরিবারের স্বজনদের মাঝে কান্নার আহাজারিতে এলাকাটিতে শোকের মাতম চলছে।
দিনে দুপুরে এধরনের হত্যার কারনে জনসাধারণের মধ্যে চরম আতংক বিরাজ করছে। মৃত আবন ১০ জুন ২০২০ সালের একটি হত্যা মামলার আসামি ছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেফতার অভিযান চলছে।