আর নেই শিক্ষিকা শামীমা সুলতানা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের শােক প্রকাশ।
নাসির উদ্দীন শাহ মিলন, নীলফামারী:
নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর স্ত্রী জেলা শহরের উকিলের মােড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সবুজপাড়া নিবাসী শামীমা সুলতানার (৩৮) অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন পেশাজীবি সংগঠন।
শ্বাসকষ্ট জনিত রােগে আক্রান্ত হয়ে শনিবার (১২মার্চ) বিকাল সাড়ে তিনটার দিক নীলফামারী জেনারল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি… রাজিউন)।
মৃৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল রবিবার জােহরের নামাজের পর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শামীমা সুলতানার অকাল মৃত্যুতে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রসিদ মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা রিপোর্টার্স ইউনিটি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শােক প্রকাশ করেছেন।