deshbanglakhobor24
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১৪ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

হোয়াইটওয়াশ অনেক দূরের ব্যাপার: অধিনায়ক তামিম

প্রতিবেদক
DBkhobor24
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ

সোমবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজে দুই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যাবে বাংলাদেশ। আর তিন ম্যাচ জিতলে আইসিসি র‍্যাংকিংয়ে উঠবে ছয় নম্বরে।

তবে এখনই সেদিকে নজর দিতে রাজি নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ জেতা কিংবা হোয়াইটওয়াশ করার দিকে না তাকিয়ে প্রথাগত ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনার কথাই শোনা গেলো টাইগার অধিনায়কের মুখে।

ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

তবে প্রথম দুই ম্যাচ জিতে গেলে তখন হোয়াইটওয়াশের চিন্তাই থাকবে মাথায়- তা জানাতেও ভোলেননি দেশসেরা এ ওপেনার। আর সে লক্ষ্য ছোঁয়ার জন্যই মূলত ম্যাচ বাই ম্যাচ ধাপে এগুনোর কথা বললেন তামিম। তাই দূরেরটা চিন্তা করতে চান না তিনি।

তামিমের ভাষ্য, ‘আমরা যদি ঐ পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।’

সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। প্রায় সাত মাস পর আবার নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানালেন তামিম। যেহেতু চলতি বছর অনেক ওয়ানডে সিরিজ রয়েছে, তাই শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।

তিনি বলেছেন, ‘জুলাইয়ে আমরা শেষ ওয়ানডে খেলেছি। প্রায় ছয়-সাত মাস পর এসেছি, সবাই রোমাঞ্চিত। সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের ফরম্যাট। আপনারা যদি দেখেন এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে। তাই আমরা রোমাঞ্চিত। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।’

এসময় আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘চ্যালেঞ্জ কিছু না। কারণ কম বেশি সবাই তো অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। এটাই আর কি। আমার কাছে মনে হয়, ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার ওপরে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,.. এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’

ক্রিকেট    বাংলাদেশ-ক্রিকেট    তামিম-ইকবাল ওয়ানডে-ক্রিকেট

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ই-নামজারিতে কিউআর কোড, স্বাক্ষর লাগবে না ডিসিআর-খতিয়ানে

নওগাঁর বদলগাছীতে মটরসাইকেল যোগে বাইসাইকেল ওয়ালাদের মোবাইল ছিনতাই

সাপাহার আম বাজারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

গজারিয়ায় কোস্ট গার্ডের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, ২৬ জনের মৃত্যু

জুড়ীতে অবৈধভাবে টিলাকাটার অভিযোগ, ঝুঁকিতে ঘরবাড়ি

বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকে শান্তির জন্য: শাজাহান

শার্শায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় উদ্বোধন

শেখ হাসিনার দিকনির্দেশনা পেতে গণভবনে হাজারো নেতা