ভবদিশ চন্দ্র, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনালে তারা মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়কে ১৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
১২ ওভারে খেলায় জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে ১১.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় জবাবে মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় ১০.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, প্রধান শিক্ষক আমিনুর রহমান, আব্দুল বাকী, রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুকুল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।