জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা সনের হিসেবে আজ ১১ই জ্যৈাষ্ঠ ১৪৩০। ১৩০৬বঙ্গাব্দের আজকের এই দিনেই কালের ধুমকেতু এবং মহাকালের ধ্রুবতারা হয়ে ধরায় এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৫শে মে) সকাল এগারোটায় কলেজের একটি কক্ষে কলেজটির বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষকগণ যৌথভাবে কবির জন্মজয়ন্তীর আয়োজন করে।
অধ্যাপক মুহাম্মদ এবাদুল হক ভুঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোঃ মহসিন কবির (অধ্যক্ষ)। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন ও অধ্যাপক মোঃ মোতালিব হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি ও গান ও নৃত্য পরিবেশন করে। এর আগে অথিতিরা জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। অধ্যাপক মোঃ মহসীন কবীর তাঁর বক্তব্যে নজরুলের প্রেমকে অসামান্য প্রেম হিসেবে চিহ্নিত করেন।
এছাড়াও তিনি নিজ কলেজের শিক্ষার্থীদের গান চর্চার জন্য বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে দিবেন জানিয়ে বলেন, ‘আমরা চাই তারা সুন্দরভাবে প্রতিভা বিকশিত করুক।’ আলোচনা, গান, নৃত্য আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দুপুরে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।