deshbanglakhobor24
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৫৮ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

সৈয়দপুরে র‍্যাবের অভিযানে ৪৮৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ৮, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ৪৮৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ নওশাদ আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল। সোমবার (৭ মার্চ) সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়া থেকে তাকে ইয়াবাসসহ গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩’র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। জানানো হয়, ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে বাড়াইশালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) এর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার সাথে আরো ব্যক্তি জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, মঙ্গলবার দুপুরে র‌্যাবের মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ