শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটের এ অভিযান চালানো হয়েছে। অধিদপ্তরের নীলফামারী সহকারী পরিচালক মোঃ সামসুল আলম এতে নেতৃত্ব দেন। এসময় তাঁর সাথে ছিলেন, নীলফামরী জেলা কৃষি বিভাগের বিক্রি ও বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম, পেসকার সহিদুল ইসলাম, এএসআই ছালাম প্রমুখ। অভিযানকালে শহীদ জহুরল হক রোডস্থ মেসার্স রহমত ট্রেডার্সে চিনি সয়াবিন তেলের চালান দেখাতে না পারায় ৬ হাজার টাকা এবং মমতাজ ট্রেডার্সের মূল্য তালিকা না থাকায় ৫ হাজারজরিমানা করা হয়। এছাড়া শহরের পুরাতন বাবুপাড়া দারুল উলুম মাদ্রাসা মোড়ের সাকিল বেকারি ও রোজ বেকারির ২ হাজার করে ৪ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি বা মজুদ না করার জন্য সতর্ক করেন।