নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে নাজমুল হাসান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রবিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত নাজমুল হাসান (২৫) ওই গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে এবং সৈয়দপুর ইকু পেপার মিলের কর্মচারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।