এম মনিরুজ্জামান, পাবনা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তূতি মুল্যে নিন্ম আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পাবনার সুজানগর পৌরসভার আয়োজনে, উপজেলা চত্বর ও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার চত্বরে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, পৌরসভার সচিব গোলাম নবী, পৌরসভার কাউন্সিলর আব্দুল হাই, আব্দুর রহিম, জাকির হোসেন,মুসফিকুর রহমান সাচ্চু, মানিক হোসেন প্রমুখ।