deshbanglakhobor24
২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৭ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

সাবেক এমপির বাড়িতে বোমা হামলা, দুজনের যাবজ্জীবন

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ২৯, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে নেওয়া হচ্ছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদের বাড়িতে বোমা হামলায় দুজন নিহতের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আলোচিত এ মামলার রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি যাবজ্জীবন আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে ইসলাম ওরফে মরু (৫০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন- আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দল্লাহ আল মামুন প্রিন্স।

আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আফাজ উদ্দিন আহম্মেদ বসার ঘরে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আফাজ উদ্দিন আহম্মেদসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মামলা করেন।

২০১৫ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

কুষ্টিয়ার-খবর যাবজ্জীবন

সর্বশেষ - সারাদেশ