স্টাফ রিপোর্টার:
নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সাথে সাপাহার উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক উপজেলায় শেখ হাসিনা সরকারের দেয়া ভুমিহীনদের বসতবাড়ী, মুক্তিযোদ্ধাদের আবাসনস্থল, ক্ষুদ্রনৃগোষ্ঠী জনগনের মাঝে দেয়া গৃহ সহ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন করেন।