স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক আমচাষীর তিন বিঘা জমির মুকুলধারী প্রায় ৪০০শত আমগাছ কেটে ফেলে অপুরণীয় ক্ষতিসাধন করা হয়েছে। উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের জৈনক আবুল কাশেম এর আমবাগানে গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উল্লেখিত ঘটনাটি ঘটেছে।
আমচাষী আবুল কাশেম বলেন তার কোন কোন শত্রু নেই তার পরেও আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে কে তার এধরণের ক্ষতি করেছে তা বুঝতে পারছেনা। তিন বছর প‚র্বে গ্রামের খেটে খাওয়া কৃষক কাশেম জৈনক ব্যক্তির নিকট হতে এই তিন বিঘা জমি লিজ নিয়ে তাতে আমবাগন তৈরী করেন।
জমি হতে কোন মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছেন। এবারে প্রথম গাছে আম পাওয়া যেত মুকুলও এসেছিল গাছ ভরে আবহাওয়া অনুকুলে থাকলে ওই জমি হতে এবারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার আম তিনি পেতেন বলে আশা করেছিলেন। কিন্তু শুরুতে এসেই কে যেন তার এতবড় সর্বনাশ করে বসেছে। বর্তমানে বাগানে কাটা আমগাছগুলি দেখে কাশেম হা-হুতাশ করে দু:চিন্তায় ভুগছেন।
এবিষয়ে দুপুরের দিকে স্থানীয় থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।