স্টাফ রিপোর্টার।
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগীতা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই নারী দিবসের আলোচনা সভায় দিবসের তৎপর্য তুলে ধরে ভাচ্যুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়াম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমেনা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধানগন উপজেলার একাধিক এনজিও প্রতিনিধিগন সেখানে উপস্থিত ছিলেন।