deshbanglakhobor24
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪১ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

সরকারের মহৎ উদ্যোগে প্রাণ ফিরে পেল সৈয়দপুরের নদী ও খাল

প্রতিবেদক
DBkhobor24
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

এম এইচ রনি,নীলফামারী:

সরকারের ডেল্টা প্রকল্পের আওতায় পূর্নখননের ফলে নীলফামারীর সৈয়দপুরে মৃতঃপ্রায় নদী ও খাল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এতে শুকনো মৌসুমেও মিলছে সেচের পানি ও মাছ শিকার করে জীবিকা নির্বাহের সুবিধা। এমনটি জানিয়েছেন উপকারভোগীরা।

এই প্রকল্প জীব-বৈচিত্র্য সংরক্ষণসহ দেশের জলবায়ু মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান সৈয়দপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার।

তিনি বলেন, ডেল্টাপ্ল্যান ২০২১ বাস্তবায়ন সফলভাবে শেষ হলে ছোট নদী, খাল ও জলাশয়ে পানি প্রবাহবৃদ্ধি পাবে। তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে নদীগুলোকে পর্যায়ক্রমে পূণঃখননের কাজ চলমান রাখতে হবে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর পওর সূত্রে জানা যায়, ডেল্টা প্ল্যান ২১০০ কর্মসূচীর মধ্যে রয়েছে ৬৪ জেলায় মৃতঃপ্রায় নদীগুলোর প্রাণ ফেরাতে ছোট নদী, খাল ও জলাশয় পূর্ণখনন। এ প্রকল্পের আওতায় পাউবো সৈয়দপুর পওর বিভাগ গত ও চলতি অর্থ বছর মিলে ৫৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৪ টি নদী ও ৩টি খালের ২৬২ দশমিক ২৬ কিলোমিটার পুনঃখনন করছে।

এর মধ্যে খরখরিয়া নদীর ২৮ দশমিক ৩৮ কিলোমিটার ও নদীটির শাখা খাল ১৫ দশমিক চার কিলোমিটার, জমিদার পঁচানালা খালের ২১ দশমিক ৩৮ কিলোমিটার, বাঙ্গালীপুর জলকর খালের দুই দশমিক এক কিলোমিটার ,ধাইজান নদীর ২৮ দশমিক ৩৮, দেওনাই চড়ালকাটা যমুনেশ্বরী নদীর ৩৫ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে।

এছাড়া ঘৃণায় করতোয়া নদীর ৮৫ কিলোমিটার খনন কাজ চলমান রয়েছে। নদী ও খালগুলোর উভয় পাড়ের নতুন মাটিতে লাগানো হয়েছে বিভিন্ন প্রকারের ৯ হাজার গাছের চারা।

শনিবার (১৯/ফেব্রুয়ারি) সরেজমিন গিয়ে দেখা গেছে, শুকনো মৌসুমেও এসব নদীতে মিলছে পানি। নদীর পানি দিয়ে কৃষকরা জমিতে সেচ দিচ্ছেন। সেচ সুবিধা পাওয়ায় নদীর তীরবর্তী কৃষি জমিগুলো ফসলে ভরে গেছে। নদীতে জাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। মিলছে নানা প্রজাতির মাছ। নদীর উভয় পাড়কে সুরক্ষিত এবং লোক চলাচলের ব্যবস্থা করাও হয়েছে। উভয় পাড়ে লাগানো নানা প্রজাতির গাছ বেশ বেড়ে উঠছে। এতে নদীর সৌন্দর্য্য বেড়েছে।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার জেলে বিশ্বনাথ সরকার বলেন আগে খরখরিয়া নদীতে বেশিরভাগ সময় কোনো পানি থাকতো না। তখন কস্ট করে কোনোমত সংসার চলত।

খরখরিয়া নদী সংলগ্ন সৈয়দপুর শহরের কুন্দল এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, ২০১৭ সালে বন্যায় নদীর পাড় ভেঙ্গে গিয়ে পানিতে প্লাবিত হতো ক্যান্টমেন্টসহ পুরো শহর। পরে নদীটি খনন করায় নাব্য বৃদ্ধির ফলে পানি ধারণক্ষমতা বাড়ায় নদী তীরবর্তী মানুষ বর্ষার মৌসুমে ভাঙনের হাত থেকে রেহাই পেয়েছে। তাছাড়া শুকনো মৌসুমেও পানি মিলছে।

তিনি আরও বলেন সরকারের মহৎ উদ্যোগের কারণে নদীগুলো যেমন প্রাণ ফিরে পেয়েছে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।

সৈয়দপুর উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খগেন বাবু বলেন, খননের ফলে নদীগুলোতে সারা বছর পানি থাকছে। এসব নদী ও খালে আগের চেয়ে দেশী মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। আর নদী ও খালগুলোতে মাছ চাষ করা হলে মাছের অভয়ারণ্য হবে।’ এতে একদিকে স্থানীয়দের যেমন আমিষের চাহিদা পূরণ হবে, পাশাপাশি দেশের মৎস্যসম্পদ রফতানিতে সহায়ক হবে বলেও জানান তিনি।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে কোনো সরকার প্রধান নদীগুলো বাঁচাতে উদ্যোগ নেয়নি।তিনি জানান, পূর্ণখনন করে নদীগুলোর প্রাণ ফিরিয়ে দিয়েছেন তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিবি পুলিশের হাতে ১৩৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই ভাই

শিবগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা এবং শেখ কামাল এর জন্ম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডোমারে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন দিলীপ বড়ুয়া

দেশে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে – এমপি নুর

শ্রীপুরে কোমরে ইট বাঁধা অবস্থায় গর্ত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে দুই দিন ব্যাপী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু

কবি মোঃ রাসেল হাসান এর প্রেমের কবিতা ‘দণ্ডিত কারাগারে’

সান্তাহারে ভয়াবহ আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, নিরুদ্দেশ হওয়া স্বামী গ্রেপ্তার

ডোমারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ