নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমিজমার ভাগাভাগি নিয়ে দ্বন্দে রেহেনা আক্তার মিলি (৩০) নামে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের একজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা আক্তার মিলি একই গ্রামের বুলু মন্ডলের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে রেহেনা আক্তারের পরিবারের স্বজনদের মাঝে জমিজমার বন্টন নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছিল। এই দ্বন্দের জেরে সোমবার সকালে বাকবিতন্ডতার এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় এবং রেহেনা আক্তারকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা আহত রেহেনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস এ প্রতিবেদক-কে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।