জয়নাল আবেদীন, বেনাপোল:
যশোরের শার্শা থেকে ৩ টি ককটেল সহ দুই দুর্বৃত্তকে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর রাতে শার্শার উলাশী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শার্শা থানার কন্যাদাহ গ্রামের মৃতঃ ইকরাদ আলী মোল্লার ছেলে
ওমেদ আলী মোল্লা (৪০) ও মহিশাকোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল(৩৮)।
র্যাব ক্যাম্প থেকে জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা ককটেল বোমা মজুদ করছে। এমন গোপন খবরে, শার্শার উলাশী গ্রামে অভিযান চালিয়ে ৩ টি ককটেল সহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শার্শা থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।