deshbanglakhobor24
২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৭ মিনিট
 1. অর্থ উন্নয়ন
 2. অর্থনীতি
 3. আইন ও অপরাধ
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. ইসলামিক
 7. কৃষি
 8. খুলনা
 9. খেলাধুলা
 10. গণমাধ্যম
 11. গল্প ও সাহিত্য
 12. চট্টগ্রাম
 13. ঢাকা
 14. তথ্য প্রযুক্তি
 15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

লোহাগড়ায় দেবরের লাথিতে ভাবীর ৩ মাসের ভ্রুন নষ্ট

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ১, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে এক পাষন্ড দেবরের লাথির আঘাতে ৩ মাসের ভ্রুন নষ্ট হয়েছে ভাবীর এমন খবর পাওয়া যায়।

সুত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী বিকালে লোহাগড়ার চাচই গ্রামের জাবের আলী শেখের মেয়ে জুবায়দা (১১) কে তার সৎ চাচা ফুলমিয়া শেখের ছেলে জুনায়েদ শেখ (২৬) পানির ট্যাংকিতে প্রসাব করার ঘটনা নিয়ে মারধর করলে জুবায়দার মা এগিয়ে গেলে সৎ দেবর জুনায়েদ এর সংগে কথা কাটাকাটির এক পর্যায়ে জুনায়েদ (২৬) শিল্পি বেগমের চুল ধরে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এবং পেটে ৩/৪ টা লাথি মারে।এসময়ে শিল্পীর সৎ ননদ নারগিস বেগম (৩২) ও ভাইয়ের সাথে মারধর করে।

এসময় শিল্পি বেগমের ডাক চিৎকারে পাশের লোকজন উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আব্দুল্লা আল মামুনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন শিল্পী বেগমের ভ্রুন পরীক্ষা-নীরিক্ষায় দেখা যায় মৃত। এখন রোগীর উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে শিল্পি বেগম এর স্বামী জাবের এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ঢাকায় চাকরি করি, বাড়িতে না থাকায় আমার সৎ মা, ভাই ও বোন মিলে আমার বউয়ের এই অবস্থা করেছে, আমি এর বিচার চাই।

১লা মার্চ সোমবার সরেজমিনে গিয়ে জুনায়েদ কে বাড়িতে না পেয়ে সৎবোন নারগিস এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন এবং তার ফোন দিয়ে লোহাগড়া থানার পুলিশ সহ বিভিন্ন লোক দিয়ে ফোন করিয়ে সাংবাদিকদের হেনস্তা করার চেষ্টা করেন।

এসময় উপস্থিত কয়েকজন লোকের সাথে কথা হলে তারা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন অনেক বার ওই শিল্পি কে এর আগে জুনায়েদ মারধর করেছে এবং ওই দিন ও মারছে।

এঘটনায় জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার ওই বিষয়ে জানা নাই।

লোহাগড়া থানার জয়পুর ইউনিয়নের বিট পুলিশ এসআই গোরাচাঁদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনা শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - সারাদেশ