মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া পৌরসভায় টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় শুরুর প্রথম দিনেই অনিয়ম এবং লাইন ছাড়া ইচ্ছে মত মাল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ ২৪ মার্চ বৃহস্পতিবার লোহাগড়া পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মেসার্স পান্না এন্টারপ্রাইজ লোহাগড়া নড়াইল ডিলার মোঃ আসরাফ শেখ, সকাল থেকে মাল দেওয়ার কথা থাকলেও তিনি ১১টার পরে মাল দেওয়া শুরু করেন এবং সেখানে অনিয়মে মাল দিতে দেখা গেছে।
এসময় উপস্থিত অনেক নারী-পুরুষ অভিযোগ করে বলেন, ডিলার মুখ চিনে আগে মাল দিচ্ছে এবং যে ঠেলাঠেলি করে আগে যাচ্ছে সে আগে মাল নিচ্ছে, কোনো লাইন বা নিয়মে এই মাল দেওয়া হচ্ছে না।
এসময় একজন বৃদ্ধ মহিলা সাংবাদিক কে বলেন, বাবা আমি সকাল ৮ টা থেকে বসে আছি, সাড়ে ১১টা পর্যন্ত আমিতো ঠেলাঠেলি করে আগে যেতে পারবো না তাহলে কি করবো। এদিকে দুপুরের এই টানা রোদের মধ্যে অনেক নারী-পুরুষ কে দেখা গেছে গাছের নিচে বসে থাকতে।
এসময় আসরাফ শেখ এর কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ৮শত ৪৫জন কার্ডধারীকে টিসিবি পণ্য সামগ্রী দিবো ও লাইন অনুযায়ী মাল দিচ্ছি, এর কিছু সময় পরে লোহাগড়া থানা পুলিশ এসে অনিয়মের পরিস্থিতি সামলে আনেন।