মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান দিয়েছেন ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান। আমি চির কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। আমিও সবার পাশে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে।
তিনি বলেন, আমি দেশ এবং দেশের বাইরের সবাইকে নিয়ে হিরো আলম ফাউন্ডেশন একটা কমিটি গঠন করবো। সেই কমিটি ৬৪টা জেলার কমিটি গঠন করে দেবে ফাউন্ডেশনের। স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। কেউ যেন বলতে না পারে গরিব অসহায়ের টাকা মেরে খেয়েছি।
হিরো আলম বলেন, হবিগঞ্জ থেকে উপহার হিসেবে পাওয়া সেই গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে এখন বগুড়ায় ওয়ার্কশপ। আমি সেখানেই যাচ্ছি। আশা করছি শিগগিরই গাড়িটি মানুষের সেবায় রাস্তায় নামবে।