অভিশেখ চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।
১০ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের ১ টি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। অপরদিকে সেখানে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল সরেজমিনে দুর্যোগ প্রস্তুতির উপর বিভিন্ন ডিসপ্লে পরিবেশিত করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প ও ত্রান কর্মকর্তা সামায়েল মার্ডি,ইএসডিও ম্যানেজার খায়রুল আলম,সহ অগ্নিনির্বাপন ষ্টেশনের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।