নিজস্ব প্রতিবেদক।
রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আশিক ইকবাল সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ শাকিল হুদা জনি ও ফোর্সসহ মহানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
গত বৃহস্পতিবার রাত্রী ১১.১০ মিনিটের সময় চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী কড়ইতলা এলাকার একটি দোয়ারী ঘরের ভিতর থেকে ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ০৭(সাত) প্যাকেট খোলা তাস ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ১। মোঃ আবু তালেব(৪০), পিতা-মৃত তৈয়ব আলী, ২। মোঃ রবিউল(৫৫), পিতা-মৃত ভোগু আলী মন্ডল, ৩। মোঃ রফিকুল(৪২), পিতা-মোঃ ইব্রাহীম, ৪। মোঃ রবিউল ইসলাম(৩৮), পিতা-মৃত কাসেম আলী, ৫। মোঃ রেজা(৫০), পিতা-মৃত রাজ্জাক, ৬। মোঃ আঃ মজিদ(৩২), পিতা-মৃত মতিউর রহমান, ৭। মোঃ আনিসুর রহমান(৩২), পিতা-মোঃ মতিউর রহমান, ৮। লালন(৪৫), পিতা-মৃত খোদাবক্স, ৯। মোঃ শামীম(৩৬), পিতা-মোঃ জালাল উদ্দিন, ১০। মোঃ তুহিন আলী(৪১), পিতা-মোঃ ইউনুস আলী,
১১। মোঃ আঃ রশিদ(৫০), পিতা-মোঃ হযরত আলী,
সকলের সাং-মেহেরচন্ডী কড়ইতলা, ১২। মোঃ দেলোয়ার হোসেন(৩৬), পিতা-মৃত সোলায়মান শেখ, সাং-মেহেরচন্ডী স্কুলের মোড়, ১৩। মোঃ শহিদ ইসলাম(৩০), পিতা-মোঃ আঃ সামাদ, সাং-মেহেরচন্ডী বাগানপাড়া, ১৪। মোঃ মনির হোসেন মোহন(৩১), পিতা-মৃত আবুল কাসেম, সাং-মেহেরচন্ডী মধ্যপাড়া, ১৫। মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৩), পিতা-মৃত আঃ লতিফ, ১৬। মোঃ রাজিব আহম্মেদ(৩৮), পিতা-মৃত মনির শেখ, উভয় সাং-মেহেরচন্ডী দক্ষিণপাড়া, সর্ব থানা-চন্দ্রিমা, আরএমপি, রাজশাহী।
এ সংক্রান্তে চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু হইয়াছে।