উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভার উদ্যোগে পৌর নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন, মোফাজ্জুল ইসলাম, শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোকবুল হোসেন ফন্টু মিয়া, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেল সহ পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ ।
নাগরিক সভায় পৌর মেয়র মতিউর রহমান খাঁন গত এক বছরের সফলতা, ব্যর্থতা, সেবা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।