উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের অবকাঠামো নির্মানের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিদের নিয়ে গঠিত রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্যরা ।
আজ শনিবার সকাল ১০টা থেকে তারা রহনপুর রেল ষ্টেশন প্লাটফর্মে এ অনশন কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের পাশে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী।
রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হোদা খান রুবেল জানান, রেলবন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহন না করা পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে ১ মার্চ একই দাবীতে বিক্ষোভ মিছিল শেষে আমরণ অনশনে যাওয়ার কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা।