deshbanglakhobor24
৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৩৯ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

রংপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক

প্রতিবেদক
DBkhobor24
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

মোশারফ হোসেন, রংপুরঃ

রংপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী মুরগী মিলন ও তার সহযোগী গ্রেফতারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।রংপুরে সাংবাদিকের উপর হামলাকারি ইমরান ওরফে টোকাই ইমরানের গ্রেফতারের জোর দাবী জানান তারা,সেই সাথে তাদের গডফাদারদের আইনের আওতায় আনার জোর দাবী করেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বিগত ১৪ জানুয়ারি শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) “বাংলাদেশ প্রেস ক্লাব” রংপুর জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আতিকুর রহমান আতিক-এর দায়েরকৃত মামলায় ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় র‌্যাবের হাতে মুরগী মিলন ও বানিয়া সুমন গ্রেফতার হয়। যথারীতি ১৯ জানুয়ারি বুধবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় যাহার মামলা নং-জিআর ৩৩/২৩ বিজ্ঞ আদালত শুনানী শেষে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকাবাসী তাদের গ্রেফতারে বেশ স্বস্তি প্রকাশ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরগী মিলনের প্রকৃত নাম মোঃ মাহফুজুর রহমান মিলন তার পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, রংপুর মহানগরীর কেরাণীপাড়ার জামতলা মসজিদ সংলগ্ন এলাকায় তার বাড়ি। গ্রেফতারকৃত অপর সন্ত্রাসী বানিয়া সুমনের বাড়িও একই এলাকায় তার পিতার নাম মজিবর রহমান।

সরেজমিনে কেরাণীপাড়া এলাকায় গিয়ে দেখা যায় সন্ত্রাসীদের গ্রেফতারে এলাকাবাসীর মনে আনন্দ বিরাজ করছে, এবং তারা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

এলাকাবাসী আরো জানান মুরগী মিলন বিগত জামায়াত বিএনপি’র সময় ছাত্রদলের ক্যাডার ছিল। তখন জামায়াত বিএনপি’র ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলো। বর্তমানে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার কাছে সে আশ্রয় খুঁজতে থাকে। অনেক নেতাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিলেও রংপুর মহানগর যুবলীগের সভাপতি জামাত নেতার ছেলে সিরাজুম মুনির বাশার-এর কাছে ওই সন্ত্রাসীরা বেশ দেবতাতুল্য বলেও জানান এলাকাবাসী।

ওই হাইব্রিড যুব নেতার প্রকাশ্য মদদ ও আশ্রয়ে বেশ বেপরোয়া হয়ে উঠে মুরগী মিলন, বানিয়া সুমনসহ রংপুরের চিহ্নিত সন্ত্রাসীরা। এই হাইব্রীড যুব নেতার ছত্রছায়ায় থেকেই তারা নানাবিধ অপকর্ম করে যাচ্ছে বলেও জানান এলাকাবাসী। তার নামে ৩টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাই, ব্লাকমেইলসহ ডজনের উপরে মামলা রয়েছে। মুরগী মিলনের অন্যতম সহযোগী গ্রেফতারকৃত বানিয়া সুমন সেও বিভিন্ন মামলার আসামী।

নাম পরিচয় গোপন রাখার শর্তে এক শিক্ষক জানান, বানিয়া সুমন এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত, স্থানীয়রা ভয়ে ওদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। মুরগী মিলন ও বানিয়া সুমন গ্রুপের সন্ত্রাসের স্বীকার এক ভুক্তভোগী বলেন, উক্ত শীর্ষ সন্ত্রাসীরা গ্রেফতার হওয়ার আগের দিনেও নির্মাণাধীন এক নতুন বাড়িওয়ালার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না পেয়ে ভুক্তিভোগী ব্যক্তিকে প্রকাশ্যে মারপিট করে, ভুক্তভোগী ব্যক্তি জীবনের ভয়ে থানায় মামলা করতে পারেনি।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব চিহ্নিত সন্ত্রাসীদের উপরে গডফাদার রয়েছে, তারা কোন অপরাধ করলে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের গডফাদাররা তাদেরকে বাঁচিয়ে দেয়। আর কেউ যদি সাহস করে থানায় অভিযোগ বা মামলা করলে সেই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করেন তারা ।

এছাড়াও নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা যায়, মুরগী মিলনের অন্যতম সহযোগী এবং সাংবাদিক আতিকুর রহমান আতিকের উপর হামলাকারী ইমরান ওরফে টোকাই ইমরান গণেশপুর এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। সে গণেশপুর রোডে ডিশ, অবৈধ নীল ছবি এবং ইন্টারনেটের ব্যবসা নিয়ন্ত্রণ করে। সে অবৈধ অস্ত্রধারী তার কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়াও সে নারী ব্যবসার সাথেও জড়িত।

গণেশপুরের স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, সে এলাকায় ইন্টারন্টে এবং ডিসের ব্যবসার আড়ালে মাদকের আস্তানা তৈরি করেছে। টোকাই ইমরান গণেশপুর এলাকায় প্রকাশ্যে নারী ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন এলাকা থেকে নারীদের চাকুরীর কথা বলে তার পাতানো ফাঁদে ফেলে নারীদের দেহ ব্যবসার সাথে জড়িত করে। রংপুরের যত নারীর দালাল রয়েছে এই ইমরান নারী ব্যবসার দালালদের অন্যতম নেতা।

রংপুরের শান্তিপ্রিয় কেরাণীপাড়া, মুন্সিপাড়া ও গণেশপুর এলাকাবাসী জানিয়েছেন ইমরান ওরফে টোকাই ইমরাণকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, অন্যথায় মানববন্ধনসহ সন্ত্রাস বিরোধী বিভিন্ন কর্মাসূচি দেওয়া হবে। রংপুরের মাটিতে কোন সন্ত্রাসীর স্থান নেই, আমরা সন্ত্রাস চাইনা, আমরা শান্তিতে বাঁচতে চাই।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে রংপুর মহানগরীর কাচারি বাজারস্থ মৌবন মার্কেটে সিভি (বায়োডাটা) বানাতে যান রংপুর জেলা যুবলীগের নেতা, ডিজেল আহমেদ, লক্ষ্ণীন চন্দ্র দাস ও কান পঁচা রাজু। ব্যস্ততার কারণে সিভি তৈরী করতে পারবেনা বলে জানান আসিফ কম্পিউটার-এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আসিফ। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করেন ওই যুবলীগ নেতারা।

পাশাপাশি ডিজেল আহমেদ ফোন করে ডাকেন রংপুরের শীর্ষ সন্ত্রাসী মুরগী মিলন, বানিয়া সুমন টোকাই ইমরান গ্রুপকে।উল্লেখিত সন্ত্রাসীসহ অজ্ঞাত আরও ৯/১০ জন দেশীয় অস্ত্রসহ লোহার রড ও লাঠি নিয়ে ঘটনাস্থলে এসে পুনরায় ওই মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধার সন্তানকে হাসপাতালে যেতেও বাঁধা প্রদান করে সন্ত্রাসীরা।

ঘটনার দিন রাতে আনুমানিক ৮টার সময় এসে প্রকাশ্যে ৯ হাজার টাকা চাঁদা আদায় করেন। ১৮ জানুয়ারি উক্ত সন্ত্রাসীরা র‍্যাবের হাতে গ্রেফতার হবার পর, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় জেলা ও মহানগর যুবলীগের কতিপয় নেতাদের দৌড়ঝাঁপ ছিল বেশ চোখে পড়ার মতো। পরদিন ১৯ জানুয়ারি দুপুর ১২টার দিকে ৫০০ টাকা সমমুল্যের ১০টি নোটে মোট ৫ হাজার টাকা ফেরৎ দেন, যুবলীগ নেতা ডিজেল এর সাথে ছিলেন লক্ষ্ণীন চন্দ্র দাস ও কান পঁচা রাজু।

এ ব্যপারে কাঁচারী বাজারের প্রবীণ স্ট্যাম ব্যবসায়ী মোঃ আনোয়ারুল আলম বলেন, আমি দীর্ঘ ৫০ বছর ধরে কাঁচারি বাজারে ব্যবসা করি অনেক সন্ত্রাসী দেখেছি তাদের পরিণতি পরবর্তীতে ভাল হয় না তারা সমাজ এবং রাষ্ট্রের শত্রু।

রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মোকাম্মেল হক চৌধুরী বলেন, আমি বিষয়টি লোকমুখে শুনেছি আসিফ নামে একজন মুক্তিযোদ্ধার ছেলেকে সন্ত্রাসীরা প্রকাশ্যে শত শত মানুষের সামনে রড ও লাঠি -সোটা দিয়ে বেদম মারধর করে ও মুক্তিপণ দাবী করে। এসময় কেউ তাদের ভয়ে আসিফকে বাঁচাতে এগিয়ে আসেনি।

পরবর্তীতে ঐ দিন সন্ধ্যাবেলা আসিফের দোকান থেকে ৯ হাজার টাকা চাঁদা নিয়ে যায় এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আতিকুর রহমান আতিককে মারধর ও লাঞ্ছিতসহ মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলার শিকার নির্যাতিত সাংবাদিক আতিকুর রহমান আতিক বলেন, গত ২২ জানুয়ারি মামলার শুনানি ছিল, বিজ্ঞ আদালত আমাদের কথা শ্রবণ করে শীর্ষ সন্ত্রাসী মুরগী মিলন ও বানিয়া সুমন-এর জামিন নামঞ্জুর করেছেন।

এতে করে বাদী সাংবাদিক আতিকুর রহমান আতিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রতিবেদককে। তিনি আরো জানান সন্ত্রাসীরা ছিল ১০/১২ জন, পুলিশ মাত্র ২ জনকে গ্রেফতার করেছে বাকিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাকে প্রতিনিয়ত ফলো করছে আমি পেশাগত কারণে বাইরে যাওয়ার সাহস পাচ্ছিনা। আমার ভয় হচ্ছে ওই সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেলে আমি বাঁচতে পারবো কি না।

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক স্বাধীন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী তুষার এবং মহানগর শাখার সভাপতি রুস্তম আলী সরকার যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক আতিকের উপর হামলাকারী র‍্যাবের হাতে গ্রেফতারকৃত সন্ত্রাসী, মুরগী মিলন ও বানিয়া সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরী। ওদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অনেক তথ্য বেরিয়ে আসবে। আমরা বাকী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি এবং ভুক্তভোগী সাংবাদিককে আইনি নিরাপত্তা প্রদানে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণায়য়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

আরো বলেন, সন্ত্রাসীরা যত বড় রাঘব বোয়াল হোক তাদের সাথে কোন আপোষ নয়। রংপুরের মানুষ শান্তিপ্রিয়, তাই আমরা সন্ত্রাসীদের মদদ দাতা গডফাদারদের বলতে চাই ভদ্রতার খোলস পরে না থেকে ভালো হয়ে যান। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন। সাধারণ মানুষ ক্ষিপ্ত হলে রংপুর ছেড়ে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। বাংলাদেশ প্রেস ক্লাব সরকার কর্তৃক অনুমোদিত সারাদেশে সুসংগঠিত একটি সাংবাদিক সংগঠন। রংপুরের মাটিতে আর কোন সাংবাদিকের উপর অন্যায় করা হলে বাংলাদেশ প্রেস ক্লাব তার দাঁত ভাঙ্গা জবাব দিবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় আটক এক

গোমস্তাপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০ গৃহহীন পরিবার

রেলওয়ের নিষেধাজ্ঞাকে অমান্য করে ড্রেনের উপর মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে সৈয়দপুর পৌরসভা

রোহিঙ্গাদের ফেরাতে ‘পিসফুলি’ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল বিপ্লব দেশে প্রযুক্তি বিকাশে পরিবর্তনের সূচনা করেছে: মোস্তাফা জব্বার

শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে প্রতিপক্ষের হামলায় আহত সাংবাদিক

সাপাহারে অবৈধ ভাবে সার মজুদের দায়ে ৫ বিসিআইসি ডিলারের জরিমানা

গোদাগাড়ীতে জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি সবজি বাগান