শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় শনিবার (১২ মার্চ) সকালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মাদরাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়াদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক, সাবেক সহকারী কমান্ডার জলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম শহিদ।
আলোচক ছিলেন চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, পৌর কাউন্সিলর আলম হোসেন মন্ডল, মাদরাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন। মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলীর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওহাব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস আখতার প্রমুখ।
এ সময়ে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদেরকে মাদরাসার পক্ষ থেকে উত্তরিয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।