রাকিব হাসান, মাদারীপুর।
মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান।
২২ মার্চ সকাল ৯টার দিকে মাদারীপুর আছমত আলী খান সেতুর টোল প্লাজায় সামনে আহত হন মাসুদ হোসেন খান। তিনি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় সন্ত্রাসী বাহিনী।
এসময়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে মাদারীপুর পানিছত্র কে.আই হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক মাসুদ হোসেন খান জানান, কোনোকিছু বুঝে ওঠার আগেই তার উপরে হামলা হয়, কি এবং কি কারনে তার উপর হামলা হলো জানতে চাইলে মাসুদ হোসেন খান জানান, যারা আমার উপর হামলা করেছে তাদের মাঝে একজনকে আমি চিনি এবং তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। আরো বলেন, যারা আমার উপর অতর্কিতভাবে হামলা করেছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুল ইসলাম মিঞা বলেন, ভুক্তভোগী অভিযোগ করলে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্হা নিবো।