এইস এম সুফিয়ান আহম্মেদ সিয়াম, চাঁদপুর।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে মতলব দক্ষিণে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি এ উপলক্ষে বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নিজ বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখির সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউন্সিলর মরিয়ম আক্তার শিখা, কাউন্সিলর জোহরা খাতুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা বেগম, রূপালী রাণী ঘোষ, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী শিউলী বেগম প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।