জানা গেছে, দিনব্যাপী ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক শিশুদের ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল নেওয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানান।
মহাখালীর জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কেন্দ্রে সকাল ৮টা থেকেই শুরু হয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। শিশুরা মা-বাবার সঙ্গে এসে একে একে এ ক্যাপসুল নিচ্ছেন অনেকে।
১৪ মাস বয়সী আমায়রা আহসান ও তার বাবা আহসান উল্ল্যাহ এর সঙ্গে কেন্দ্রে এসেছে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল নিতে। দীর্ঘ লাইন না থাকায় সহজে এসেই সে তার ক্যাপসুল গ্রহণ করে।
শিশুর বাবা বলেন, আমাদের মহাখালীতেই বাসা, আমরা গত বছরও তাকে এ ক্যাপসুল খাইয়েছি। এবারও নেওয়া হয়েছে।