আরফিনুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংস্করণ, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল এবং পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল দশটায় ডোমার রেলগেট মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি মোঃ মোরছালিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা ময়নুল হক, মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা আবু হোরায়রা, উপজেলা শাখার অন্যতম সদস্য মাওলানা মোক্তার হোসেন, সোনারায় ইউনিয়নের সভাপতি হাফেজ মোঃ সিফাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিতর্কিত পাঠ্যক্রমের নিন্দা করেন এবং পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান। এছাড়াও মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের
ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দ।