জয়নাল আবেদীন:
যশোরের শার্শার বাগআঁচড়া বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাধন কুমার গোস্বামী সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আব্দুল খালেক।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি আব্দুল রফিক খোকন, শার্শা উপজেলা সদস্য শফিক মাহমুদ ধাবক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, তবিবর রহমান, মোজাম গাজী মেম্বর, সেলিম হোসেন, আসমা খাতুন মেম্বর, জিয়াউর রহমান মেম্বর, শামীম হোসেন মেম্বর, জাকারিয়া, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, আবু সাইদ ধাবক, মেহেদী হাসান , শিশির, মিন্টু, নিশান, মামুন, তুহিন, ফয়সাল, তরিকুল, বিপ্লব।
বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পি, প্রচার সম্পাদক সজল ইসলাম, বাগআঁচড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান শুভ, ছাত্রলীগ নেতা এবিএস রনি, খায়রুল আলম শান্ত,কামরুল ইসলাম,আজমাইন হোসেন রিয়াদ, সোহান, রাকিব, সজিব সহ বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল আলম।