জিকে রউফ, স্টাফ রিপোর্টারঃ
চাল, ডাল, আটা, গ্যাস, বিদ্যুৎ, ভোজ্য তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর পলাশবাড়ীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক।
আজ ২৯মার্চ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী বাজার ও নীলফামারী নটখানা এলাকায় কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নীলফামারী সদরের বিভিন্ন বাজার ও মার্কেটের জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ বিভিন্ন উপজেলা লিফলেট বিতরণ করা হবে এবং নীলফামারী সদরে ৩১ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) জেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রউফ, ওসমান গনি, ডাক্টার মো মশিউর রহমান, সাংবাদিক ইব্রাহিম সুজনসহ প্রমুখ।