deshbanglakhobor24
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৩৭ মিনিট
 1. অর্থ উন্নয়ন
 2. অর্থনীতি
 3. আইন ও অপরাধ
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. ইসলামিক
 7. কৃষি
 8. খুলনা
 9. খেলাধুলা
 10. গণমাধ্যম
 11. গল্প ও সাহিত্য
 12. চট্টগ্রাম
 13. ঢাকা
 14. তথ্য প্রযুক্তি
 15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

প্রতিবেদক
DBkhobor24
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ আমির উদ্দীন বাবু

এখন চলছে ফাল্গুন মাস। বরেন্দ্র অঞ্চলের আম গাছের ডালে ডালে মুকুল আসতে শুরু করেছে। এখন দিনের আবহাওয়া যত গরম হবে আম গাছের মুকুল তত বের হবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের গাছ পরিচর্যা।

মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলন হবে ভাল।

বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড় যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরো আগ্রহী হয়ে উঠছেন।

পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের আমচাষী ফরহাদ হোসেন ও পোরশা সদরের আমচাষী জোনাঈদুর রহমান শাহ্ জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যত্ন নেয়া শুরু করেছেন তারা। বিশেষ করে বর্তমান সময়ে তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৬হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধুমাত্র পোরশা ও সাপাহার উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ১৭হাজার হেক্টর জমিতে। এছাড়া প্রতি বছর প্রায় ১হাজার হেক্টর নতুন নতুন জমিতে আম বাগান তৈরি হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন।

সর্বশেষ - সারাদেশ