মোঃ জহির হোসেন কুমিল্লা
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার নবাগত ম্যানেজিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বেলা ১২টায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আলী আকবর ফারুকীর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, এবং মাদ্রাসার সাবেক সভাপতি ও বর্তমান কমিটির বিদ্যুৎ সাহী সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ জোবায়ের হোসেন জুয়েল,
মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটির সদস্য ও কুমিল্লা জেলা তরীকত ফেডারেশনের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শাহজাহান,মাদ্রাসার কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক রোটা, ওমর ফারুক, অলী উল্লাহ, মাসুম ভুইয়া মাসুদ, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ আলী, মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।
মাদ্রাসার সম-সাময়িক উন্নয়ন ও নবাগত কমিটির সুচিন্তায় মাদ্রাসার অগ্রগতি কামনা করে নবাগত কমিটির সভার সমাপ্তি হয়েছে।