মোহাম্মদ জুবাইর।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন ও বিজয়‘৭১ এর যৌথ উদ্যোগে সোমবার ৭ মার্চ বিকেল ৩
ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্তী ,
সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বিজয়‘৭১ এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও নাট্যজন সজল কান্তি চৌধুরী।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব লায়ন ডাঃ আর কে রুবেল। সভায় বক্তারা
বলেন ৭ই মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার চূড়ান্ত প্রেরণা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিক প্রচারিত ও শোনা অলিখিত ভাষণ যা বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অবিস্মরণীয় দিন। একটি বজ্রকণ্ঠ হাজার হাজার বাঙালিকে উদ্জীবিত করেছিল। তাই এ ভাষণ স্বাধীনতার মহাকাব্য হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃত।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মুজিবুল হক চৌধুরী, সাংবাদিক ও সংগঠক কে এম রাজীব, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম,ইসমাইল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য মো: জুবাইর, ডা: মো: কামরুজ্জামান প্রমুখ।পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।