নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা পরিষদ।
সোমবার দিনটি উপলক্ষে জেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার, রোকসানা দীপ্তি প্রমূখ।