মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করে বাম জোটগুলো।
সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সাতমাথায় অবস্থা নেয়।
হরতাল কর্মসূচিতে ৯ দফা দাবি তুলেছে গণতান্ত্রিক বাম জোট। দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের গরিবদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, সারাদেশে ন্যায্যমূল্যের দোকান খোলা, কৃষিবিদ ট্রাকের সংখ্যা ও খাদ্যপণ্যের দোকান বাড়ানো। এলপিজিসহ গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা। মূল্যবৃদ্ধির গণশুনানি বাতিল করে হাট-বাজার ও সুপার মার্কেটে নজরদারি ও তাদের তদারকি বৃদ্ধি করা।