শেরপুর প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় তিনশ’ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের টিএম নুরুর বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও হামছায়াপুর গ্রামের ছফের উদ্দীনের ছেলে টিএম নুরুল ইসলাম নুরু (৬০) ও শেরুয়া গড়েরবাড়ি গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোনারুল ইসলাম ওরফে মোমিন (৩৩)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, হামছায়াপুর গ্রামের টিএম নুরুর বাড়িতে বিপুল পরিমান মাদকের চালান এসেছে গোপনে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি তল্লাশি করেদ তিনশ’ পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের আরেক সহযোগী ইউসুফ আলী পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠনো হয় বলে জানান তিনি।