বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম বাদশা(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার রাত ৮:৩০ মিনিটের দিকে সদরের বৃন্দাবন কলেজ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম ওই এলাকার মতির ছেলে। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।
ওসি সাইহান ওলিউল্লাহ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রহিম বাদশাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।