মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের কারনে স্বামীর উপর অভিমান করে স্ত্রী আলেমা খাতুন (২০) গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার সকালে সান্তাহার পৌরসভার হবির মোড় এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। মৃত আলেমা খাতুন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের হাসান আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, প্রায় তিন বছর আগে ওই দম্পতি সান্তাহার পৌরসভার হবির মোড় এলাকার জনৈক ইসাহাক আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে স্বামী হাসান অটোরিক্সা চালাতো।
গত সোমবার দিবাগত রাতে স্বামী হাসান আলী অটোারিক্সা চালিয়ে ভাড়া বাসায় আসে। রাতের খাবার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়।
এক পর্যায়ে স্ত্রী আলেমা খাতুনকে স্বামী হাসান আলী মারপিট করে তারা ঘুমিয়ে পড়ে। ভোর ৫টায় পাশের ঘরে তালার তীরের সাথে আলেমা খাতুনের গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।