deshbanglakhobor24
৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২০ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

বগুড়ার বাজারে ‘পাগলা ঘোড়া’: নাগালের বাইরে সব ধরনের পণ্যের দাম

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ১৪, ২০২২ ১২:২০ অপরাহ্ণ

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ার বাজারে নিত্যপণ্য চাল, ডাল, ভোজ্য তেল, মাছ-মাংস, আটা-ময়দা, সবজিসহ সব ধরনের পণ্যের দাম দিন দিন নাগালের বাইরে যাচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে চলছে বগুড়া জেলা প্রশাসনের নজরদারি ও অভিযান। কিন্তু এতে মিলছে না সুফল।

ভোক্তারা বলেছেন, রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম অযথা বৃদ্ধি হয়। আর এখন বাজারের সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। করোনার কারণে সাধারণ মানুষ এমনিতেই কষ্টে আছে। খাদ্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধি তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।

বগুড়া শহরের বড়বাজার ফতেহ আলী ও রাজা বাজার ঘুরে দেখা গেছে, ১৫ দিন আগেও বড় দানার মসুর ডাল ছিল প্রতিকেজি ৮০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। খোলা সয়াবিনের দাম ছিলো ১২২-১২৪ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা। বোতলজাত সয়াবিন ১৩০-১৩৫ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। একইভাবে চিনি ৬৫-৭০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। গুঁড়া দুধের দাম ছিলো প্রতিকেজি ৫০০-৬৩০ টাকা। এখন একই মানের দুধের দাম ৬৯০-৭০০ টাকা।

ব্রয়লার মুরগি ১১০-১২০ থেকে বেড়ে এখন ১৬০-১৭০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সরু চালের দাম ছিলো ৫৮-৬৪ টাকার মধ্যে। এখন একই মানের চাল বিক্রি হচ্ছে এখন ৬৫-৭০ টাকায়। তবে যেকোনো ধরনের মোটা চাল ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে।

আলু দাম বেড়েছে সবচেয়ে বেশি। একমাস আগেও আলু কেজি ছিলো সর্বোচ্চ ৩০ টাকা। সেই আলু এখন ৬০-৭০ টাকা কেজি। এছাড়া পটল, বেগুন, বরবটি, কাকরোল, কচুর গাটি, করলা, টমেটো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আগে যে লাউ মিলতো ৪০ টাকায়, সেই লাউ এখন ৮০-৯০ টাকায় কিনতে হচ্ছে। আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। গরুর মাংসের দাম ৫২০ থেকে বেড়ে একলাফে ৬৫০ টাকায় দাঁড়িয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বাড়ায় পরিবারগুলোতে তৈরি হয়েছে বাজার ভীতি। টিসিবির লাইনও দেখা যাচ্ছে অনেক দীর্ঘ। অনেকেই লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন।

আব্দুল মান্নান নামে এক শিক্ষক বলেন, ২২ হাজার টাকা বেতনে আগে পরিবারে সব ধরনের খরচ মেটানোর পর মাস শেষে কিছু সঞ্চয় হতো। কিন্তু এখন পরিবারের চাহিদা পূরণ করতেই হিমশিম খাচ্ছি। নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে মানুষের জীবনে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হবে।

জাকারিয়া নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, নিয়মিত ব্যয় বাড়লেও আয় আগের মতোই আছে। সবকিছুর দাম প্রায় দ্বিগুন হয়েছে। আমরা এখন কোথায় যাবো। গৃহবধূ আমেনা বেগম বলেন, সবকিছুর দাম বেশি। গত মাসের তুলনায় দাম বাড়ছে। আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। মতিন নামের এক ক্রেতা জানান তেল, পেঁয়াজ, আলুর দাম বেড়েছে। রোজা উপলক্ষে দাম যেন আর না বাড়ে সে ব্যাপানে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

খুচরা পেঁয়াজ ব্যবসায়ী খালেক জানান, কাঁচামাল আমদানি কম হলে দাম বাড়ে। নতুন পেঁয়াজ উঠা শুরু হচ্ছে। রোজার আগে দাম কমবে। রমজানে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। কাঁচামরিচ ব্যবসায়ী রফিক জানান, মাঠে মরিচ তুলে ধান চাষ হচ্ছে। এজন্য দাম বাড়ছে। সরবরাহ না থাকলে দাম আরও বাড়তে পারে। আদা-রসুন ব্যবসায়ী হান্নান জানান, আদা-রসুনের বাজারে তেমন পরিবর্তন নেই। দাম যা ছিল তাই-ই আছে। কেজিতে অল্প বেড়েছে।

তেল ব্যবসায়ীরা জানান, বাজার স্থিতি হলে তাদের জন্যও ভালো হয়। হঠাৎ করে দাম বাড়লে বিক্রিতেও সমস্যা হয়। যে দামই হোক মূল্য নির্ধারিত হলে সবার জন্যই ভালো। কারণ গত এক মাসে তেলের দাম ৩০-৫০ টাকা বেড়েছে। সবজি বিক্রেতা শামীম বলেন, বাজারে ক্রেতা না কমলেও চাহিদা কমেছে। যেসব ক্রেতা আগে ব্যাগভর্তি সবজি কিনতেন তারা এখন হিসেব করে কিনছেন।

রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, বাজারে বর্তমানে তেল ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের ক্ষোভ বেশি। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সরকার। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যেন কোনো ব্যবসায়ী তেল বিক্রি না করে সেজন্য প্রতিদিন কমিটির পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। আর পেঁয়াজ আমদানি কম ছিল তাই দাম বেড়েছে। এখন প্রতিদিন আমদানি বাড়ছে, দামও কমতে শুরু করেছে। রোজায় পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভাবনা নেই।

বগুড়ার বাজারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপন দাস বলেন, বাজারে তেল পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম যেন অযথা না বাড়ে সেজন্য জেলা প্রশাসন প্রতিনিয়ত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। রমজানেও এ অভিযান অব্যাহত থাকবে। রমজানে টিসিবি অনেক বড় একটা সাপোর্ট নিয়ে আসছে। আমরা সেটাও সঠিকভাবে মনিটরিং করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রংপুর জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে চট্টগ্রামে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

আত্রাই প্রেসক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি-তপন, সম্পাদক-হেনা

তানোরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু মাহীর মৃত্যু

স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর সারথি ছিলেন আমার মা: প্রধানমন্ত্রী

রাজধানীতে আইস-ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৫৮

সাপাহারে ১৫হাজার ৪৫৩ টি পরিবার পাবে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য

সৈয়দপুরে সাংবাদিকের উপর হামলা ও বিকৃত পোষ্টার টাঙ্গিয়ে অপদস্ত-তদন্তে BMSF টিম

সান্তাহারে সাড়ে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সুজানগর পৌরসভা শহর যানজট মুক্ত করতে প্রধান সড়ক পরিদর্শন

সরকারের ভুলনীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে—সিপিবি নওগাঁ