মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বগুড়া শহরের চকসুত্রাপুর ৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার এর নিজ উদ্যোগে ওয়ার্ড আ’লীগের সভাপতি ইফতেখার হাসান যীশুর সভাপতিত্বে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন কর্মসূচির প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, ডালপট্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সুকুমার সাহা, খোরশেদ আলম, বুলবুল প্রমুখ।।