পোরশা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর পোরশায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে ও সংস্থার আশা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিও সিসিডিবি’র উপজেলা কোর্ডিনেটর রূপম রায়, ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মকর্তা পরিতোষ টপ্য, ডাসকো’র শাখা ব্যবস্থাপক খাইরুল ইসলাম, গাঙ্গুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মেরিনা খানম, ইউপি সচিব এমএফএম গোলাম সারোয়ার হোসেন।