পোরশা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর পোরশায় পথ শিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে নওগাঁ জেলা পথ শিশু কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও জেলা সমন্বয়কারী এরশাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ইউক্রেনের এক্স্রিকিউটিভ ডিরেক্টর মিষ্টার ভ্যালেন্টাইন ও নাইজেরিয়া প্রতিনিধি মিষ্টার ডায়ামার। স্বাগত বক্তব্য রাখেন পথ শিশু কল্যান ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক। সভায় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, প্রভাষক আনিছুর রহমান, সাংবাদিক ডিএম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।