পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২২। আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২২শে মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপি এই মেলা র্যলীও ফিতা কেটে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
সোমবার সকালে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক এনায়েত,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল হাই,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।