deshbanglakhobor24
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:২৭ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

পায়রা যাবার পথে সড়ক দুর্ঘটনায় বরগুনার পৌরমেয়র গুরুতর আহত

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ২১, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল ইসলাম।

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনা-পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরিঘাটে যাচ্ছিল মেয়র কামরুলকে বহনকারী গাড়ি। গাড়িটি মস্তুকটানা এলাকায় পৌঁছালে দুইজন বাইসাইকেল আরোহী রাস্তার মধ্যে চলে আসে। তাদেরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে পাশের খালে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মেয়র ও তার সফরসঙ্গীরা। তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান বলেন, মেয়রের কাঁধের হাড় ভেঙে গেছে, চোখেও আঘাত লেগেছে খুব। তার বুকে ভীষণ চাপও লেগেছে, তাই শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক মেয়রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। তার সঙ্গে থাকা অন্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ