স্টাফ রিপোর্টারঃ
বরগুনার পাথরঘাটা পৌরসভা এলাকায় পাথরঘাটা থানার এসআই মোঃ আবু জাফরের নেতৃত্বে দুপুরে অভিযান পরিচালনা করার সময় হাতেনাতে মাদকসহ রুবেল হোসেনকে আটক করা হয়েছে।
জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তালতলা বাস স্ট্যান্ডে মোঃ আব্দুর রহিমের ভাড়াটিয়া বাসা থেকে ১০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৬ নং ওয়ার্ড বিএফডিসি এলাকার বাসিন্দা মোঃ সরোয়ার এর ছেলে মোঃ রুবেল হোসেন হাওলাদা (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ।
এসময় নেতৃত্বদানকারী এসআই মোঃ আবু জাফর জানান, দুপুর একটার দিকে ওয়ারেন্টের আসামী ধরার জন্য পাথরঘাটা থানা থেকে বের হই এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তালতলা বাস স্ট্যান্ড এর কাছাকাছি আব্দুর রহিম হাওলাদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোঃ রুবেল হাওলাদার কে ১০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে আসামি মোঃ রুবেল হাওলাদার কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।