এশিয়া কাপ নিয়ে ভারতকে রাজি করাতে একাধিক প্রস্তাব দিলেও কোনোভাবেই যেন তাদের রাজি করাতে পারছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ ছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। কিন্তু তাতেও ইতিবাচক সাড়া দেয়নি ভারত। উল্টো, পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দেয় ভারত।
অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ আয়োজন করতে চেয়েছিলেন তিনি।
সেই সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘হ্যা, আমি মনে করি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে। তবে সবচেয়ে ভালো হবে যদি ইংল্যান্ডে হয়, এরপরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়াম যদি দর্শকে পূর্ণ হয়, সেটি খুবই ভালো হবে।’
তবে, পাকিস্তানের এমন প্রস্তাবে ভবিষ্যতে এ ধরনের সিরিজ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে কিংবা ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত নয় ভারত। এমনকি পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্কও রাখতে রাজি নয় ভারতীয় বোর্ড।
এক বিবৃতিতে ভারতীয় বোর্ড জানায়, ভবিষ্যতে কিংবা বর্তমানে এ ধরণের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য আমরা প্রস্তুত নয়।
সূত্র : ক্রিকেট পাকিস্তান, জিও টিভি